মোঃ সাইফুল ইসলামের কবিতা “বার্তা”-
শত শত সাদা পায়রার
মুক্তো করে দিয়ে,
এক শান্তি আর মানবতার
বার্তা কাঁধে এনেছি বয়ে।
ভেবেছো কখনো কেন এত
রক্তারক্তি, বিক্ষোভ, ষড়যন্ত্র
আর মানুষ বলিদান?
গোড়ায় আমরা সবাইতো মানুষ
হিমোগ্লোবিনে ভরা লাল রক্তের
কনিকা শরীরে বহমান।
কেনো আমরা সাদা-কালা চামড়ার
তফাত করি এই হাতে,
সবাই মোরা একই রকম
আলোহীন অন্ধকার রাতে।
কেনো দেখি মোরা মুসলিম-হিন্দু
খ্রিস্টান-বৌদ্ধ ভিন্ন ভিন্ন করে,
সবাই মোরা একই ঈশ্বরের
প্রার্থনা করি ভোরে।
সারা জাহানের স্রষ্ঠা যিনি
ডাকি আলাদা নামে,
তাতেই কি মোরা আলাদা হলেম
নাকি বিভিন্ন কামে?
আমরা অনেকটা পথভ্রান্ত
মানুষ মেরে করি ধর্ম শ্রান্ত,
উল্টো পথে হাঁটতে হাঁটতে
হয়েও যাই যদি ক্লান্ত
কভু কি পাবো গন্তব্যের প্রান্ত?
এই এতসব রক্তারক্তি
খুনোখুনি ফেলে,
হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ রেখে
একসাথে করলে কাজ
মানবধর্ম আসবে ফিরে।
লিখেছেন- সাইফুল ইসলাম
তৃতীয় বর্ষ, দর্শন বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয়।
আলহামদুলিল্লাহ খুব সুন্দর।
ধন্যবাদ
ভালোবাসা অবিরাম। এগিয়ে যাও
ধন্যবাদ।