আব্দুল্লাহ আল মামুনের কবিতা “ প্রিয় জন্মভূমি”
ওগো প্রিয় জন্মভূমি, জন্মেছি মোরা তোমাতে,
মোদের করেছ লালন, মোরা বড় হয়েছি তোমারি আলো-বাতাসে,
কত কর্ম করেছি তোমাতে, করেছি যে কত আঘাত,
তবুও তুমি পর করোনি মোদের, রেখোছো ভরা সুখে।
ওগো প্রিয় জন্মভূমি, দিয়েছো কত উপহার,
তোমার সবুজ বুকেতে চাষা শস্য ফলায় বারবার।
শরীর তোমার পুষ্প ভরা সুবাস ছড়াও বাতাসে,
শত বিনদেশি মুগ্ধ হয়েছে তোমার রূপসী রূপেতে।
সকাল, দুপুর, গোধূলি, সাঝে বিচিত্র রঙের সুর যে বাজে,
রাতের আধারে জোনাকি হাসে,শীতল হাওয়া আনন্দে ভাসে।
ধনী-দরিদ্র,জ্ঞানী-গুনী সবার মুখে তোমার বাণী,
ওগো প্রিয় জন্মভূমি, তুমি জননী, সকল দেশের রানী।
গ্রাম-শহর,লোক-লোকান্তর, দেখেছি কত রূপের নগর,
দেশ-দেশান্তর, মরু-প্রান্ত, চরণ ফেলেছি কত সমুদ্র-সাগর।
দেখিলেও অজস্র দিক-দিগন্তর, দেখিলেও সৌন্দর্যের খেল,
ওগো প্রিয় জন্মভূমি সবার উপরে তুমি, তোমাকে কভু যাবে না ভোলা।
লিখেছেন- আব্দুল্লাহ আল মামুন
তৃতীয় বর্ষ, দর্শন বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয়।
Leave a Reply