সালাম নাছিরের একটি অসাধারণ কবিতা “ বিদ্বেষ নয় শান্তি চাই”-
সালাম নাছিরের একটি অসাধারণ কবিতা “ বিদ্বেষ নয় শান্তি চাই”
ঝঞ্ঝালে ভরা ধরার বুকে
শান্তির বড়ই অভাব,
হরহামেশাই পাল্টে যাচ্ছে
মাখলুকাতের স্বভাব।
হন্যে হয়ে সবাই কেবল
শান্তির পিছে ছুটে,
অভাগী এই মানব ললাটে
শান্তি নাহি জোটে।
মানব মগজের নিউরন জুড়ে
পাপের নগ্ন ত্রাস,
শিরা-উপশিরায় বইছে
পাপের কু-বাতাস।
শ্যামল ধরা জ্বলছে দেখ
হিংসার দাবানলে,
ঈর্ষানল কবে নিভবে বলো
ভালোবাসার জলে।
বসুমতী দেখ খাচ্ছে গিলে
মিথ্যার অমানিশা,
সত্যের মশাল হাতে নিয়ে
কে দেখাবে দিশা?
জনেজনে আজ রেষারেষি
ঘরে ঘরে দেখি যুদ্ধ,
ভালোবাসা পারে শান্তি ফেরাতে
অনাচার করে রুদ্ধ।
আপনি কেমন? জিজ্ঞেসী জনে
বিদ্বেষ কেন ছড়াও?
ভালোবাসা কেন ঠেলে দিয়ে
শান্তি পায়ে মাড়াও?
ঘৃনার কেন বিচার হয় না
ভালোবাসালেই কেন পাপ?
ভালোবাসলেই দিতে হয় কেন
মৃত্যু মুখে ঝাঁপ?
দেখব কবে স্বার্থান্বেষী
স্বার্থবাদীর পতন,
দ্রোহের ডাকে ভাঙ্গবে কবে
জালিম শাহীর আসন?
লিখেছেন- সালাম নাছির
শিক্ষার্থী-এমবিএস,ব্যবস্থাপনা বিভাগ,
জাতীয় বিশ্ববিদ্যালয়,(লক্ষ্মীপুর সরকারি কলেজ)।
স্মৃতির পাতায় ফেলে আসা দিনগুলো
সমাজের বাস্তবতা ফুটে উঠে।
ধন্যবাদ
অসাধারণ
ধন্যবাদ
মাশাহ্-আল্লাহ,
দারুন লিখেছেন,ভাবাই যায় না।
দোয়া রইলো, এমন ছেলেদের জন্য।
ধন্যবাদ, ভাই।