মোঃ সাইফুল ইসলামের সাড়াজাগানো কবিতা “প্রশ্ন বাবার কাছে”-
মোঃ সাইফুল ইসলামের সাড়াজাগানো কবিতা “প্রশ্ন বাবার কাছে”
বাবা, এখন এ চোখে আসে না ঘুম
ভাসে না মন ভেলায়,
চোখগুলো এখন ভরসা না পায়
হারায় অজানায়।
যখন হাটি একেলা পথে,
বুক ধুরধুর কি জানি ঘটে।
আবহাওয়ার হয়েছে ভীষন
অবনতি,
কিশোর-যুবা-বৃদ্ধ এখন
চেয়ে থাকে বুকের প্রতি।
ওদের লোলুপ দৃষ্টি তলে,
ডুবে যাই আমি সাগর অতলে।
স্বাধীন করেছো যুদ্ধ করে বলে
থাকবো না কারো মাথা তলে,
তাহলে আজ কেনো হাঁটতে পারিনা
সম্মান নিয়ে মাথা তুলে???
তুমি জানোনা বাবা ওদের
শরীরে কতটা আছে অসুখ,
বৃদ্ধ মহিলা বাবা বাবা করলেও
ওরা কাপড় ছিঁড়তে করেনা চুক।
ইদানীং অমন ঘটনা শুনে,
আফসোস হচ্ছে মনুষ্যত্বের গুনে।
মনুষ্যত্ব আছে তাতেই এত,
না থাকিলে ওরা আর কেমন হতো!!!
তুমি বাবা ওদের একটু বুঝিয়ে বলো,
আমার জীবনটা যেন কভু করেনা এলোমেলো।
আমিতো বাবা মানুষ একটা
বলো বাবা তাই না?
তাহলে কেনো ভাবে আমায় ওরা
ক্ষুধা মেটানোর পায়রা?
কখনো কি বাবা আর হাটতে পারব
একা কোনো ফাঁকা রাস্তায়,
নাকি কেউ এসে খুবলে খাবে
যেমনটা করে হায়নায়???
লিখেছেন- মোঃ সাইফুল ইসলাম
তৃতীয় বর্ষ, দর্শন বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয়।
Leave a Reply