অবশেষে ধরা পড়লো পাথরঘাটার মা ও শিশু হত্যা কারী শাহীন
বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়ন এর পুর্ব হাতেমপুরে ঘটে যাওয়া সেই মা ও মেয়ের হত্যা কারী ঘাতক স্বামী শাহীনকে চট্টগ্রাম থেকে প্রেফতার করেছে বিডি সিআইডির একটি টিম।
বেশ কিছু দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল হত্যা মামলার প্রধান আসামি শাহীন(২২)।
এর আগে পাথরঘাটা উপজেলার খলিফার হাট বাজারের আশে-পাশে দেখা গিয়েছিলো অভিযুক্ত শাহীনকে। তৎক্ষনাৎ গ্রামবাসী ধাওয়া করলে সে ওই এলাকার ঘন জংগলে পালিয়ে যায় এবং পরবর্তীতে সে পালিয়ে চট্টগ্রাম চলে যায়। সেখান থেকেই হত্যাকারী শাহীনকে আটক করে সিআইডি।
মৃত সুমাইয়্যার পরিবার ও এলাকাবাসীর দাবী শাহীনের যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়।
Leave a Reply