কথা সাহিত্যিক সিরাজুল ইসলাম মুনিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী” ও ” স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে” স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্মদিনের শুভক্ষণে ও ” জাতীয় শিশু দিবস- ২০২২ ” এ সুবর্ণচর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলায়” এড. ওমর ফারুক ও আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের সার্বিক ত্তত্বাবধানে মুক্তিযুদ্ধের সর্ববৃহৎ উপন্যাস”এক সাগর রক্তের বিনিময়ে ” শিরোনামে বুক স্টল উদ্বোধন করা হয়।
স্টল উদ্বোধন করেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচরের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধ গবেষক ও কথাসাহিত্যিক সিরাজুল ইসলাম মুনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোবারক।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চর জব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওমর ফারুক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও চর জুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. আবুল বাসার,বিশিষ্ট সমাজসেবক ছায়েদুল হক ভুইঁয়া, আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, ছাত্র ছাত্রীসহ সাধারণ জনগণ।
এ সময় সুবর্ণচর উপজেলার কৃতিসন্তান,কথা সাহিত্যিক সিরাজুল ইসলাম মনিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা।
Leave a Reply