বদলে যাচ্ছে টুইটার, কিনে নিলেন ইলন মাস্ক
সকল জল্পনা কল্পনা শেষে বদলে যাচ্ছে টুইটার, কিনে নিলেন নিলেন মাস্ক।সম্প্রতি এই ঘটনার সত্যতা জানিয়ে কর্মীদের কাছে মেইল পাঠিয়েছেন টুইটারের সিইও পরাগ আগারওয়াল।
গদ এপ্রিল রোজ সোমবার এটি সম্পন্ন হয়। দীর্ঘদিন মাস্ক এবং আগারওয়াল এর মাঝে টুইটার কেনাবেচা নিয়ে অনেক আলোচনা চলছিলো।গত ৯ এপ্রিল টুইটারের ৯.৩ শতাংশ শেয়ার কিনে প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয়ে ওঠেন ইলন মাস্ক।
বিক্রি ঠেকাতে “পয়জন পিল” নামে এক ধরনের পাল্টা ব্যবস্থা নেয় টুইটার কর্তৃপক্ষ যাতে প্রতিষ্ঠান দাম আরও বেশি হয়ে পড়ে কিন্তু শেষমেষ তারা সেই অবস্থান থেকে সরে এসে এসেছেন বলে জানা যায়।
টুইটারের সিইও পরাগ আগারওয়াল বলেন সারা বিশ্বের টুইটারের গ্রহণযোগ্যতা রয়েছে আমাদের টিমের জন্য আমার খুব বেশী গর্ব হয়।
তবে টুইটারে পরবর্তীতে কি ধরনের পরিবর্তন আসবে সে বিষয়ে কোনো আপডেট দেয় নি ইলন মাস্ক। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন টুইটারে একটি বিরাট পরিবর্তন দৃশ্যমান হতে পারে।
তথ্য সূত্রঃ বিবিসি
Leave a Reply